ভোলার লালমোহনের উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-নোমানের বদলীর কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে লালমোহন প্রেসক্লাব। বুধবার রাতে প্রেসক্লাবে এ সংবর্ধনা দেয়া হয়।
প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও আল-নোমানের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। প্রায় ৬ মাস লালমোহনে উপজেলা নিবার্হী অফিসারের দায়িত্ব পালন করেন তিনি। শিগগিরই ইউএনও আল-নোমান নতুন কর্মস্থল পাশ্ববর্তী উপজেলা চরফ্যাসনে যোগদান করবেন।
প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও আল-নোমান।
বিদায়ী এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদ হাসান লিটন, এসবি মিলন, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মো. মাহাবুব আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আলম মাকসুদ, সদস্য মো. মিজানুর রহমান লিপু প্রমুখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ।