More

    কলাপাড়ায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে বাঙালি ও চীনা শ্রমিকদের হাতাহাতি

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) প্রকল্প এলাকায় চীনা শ্রমিকদের সঙ্গে বাঙালি শ্রমিকদের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে আটটা পর্যন্ত থেমে থেমে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলে। স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দুপুরে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করে বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল করিম। শ্রমিকেরা বেলা দুইটা থেকে কাজে যোগ দিয়েছেন।

    করোনা পরিস্থিতিতে প্রকল্প এলাকার বাইরে থেকে কিছু শ্রমিকের কাজে যোগদান নিয়ে এই ঘটনা ঘটেছে।

    বাংলাদেশ-চীনের যৌথ অংশীদারিত্বে ধানখালীতে ৬৬০ মেগাওয়াটের কয়লাভিত্তিক দুটি তাপবিদ্যুৎ ইউনিট নির্মাণ করা হচ্ছে। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রকল্প এলাকায় কাজ চলছে। এখানে দেশি শ্রমিকদের সঙ্গে প্রায় ১ হাজার ৪০০ চীনা শ্রমিক কাজ করছেন।

    সংশ্লিষ্টরা জানান, করোনা পরিস্থিতিতে প্রকল্পের কাজে নিয়োজিত দেশি শ্রমিকদের বাইরে বের হওয়ার বিরোধী ছিল চীনা শ্রমিকরা। যে শ্রমিকেরা বাইরে থেকে এসে কাজ করেন, চীনা শ্রমিকরা তাদেরকেও ভেতরে ঢুকতে নিষেধ করছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। আজ সকালে বাইরে থাকা শ্রমিকেরা প্রকল্প এলাকায় ঢুকতে চাইলে প্রধান ফটকের নিরাপত্তা কর্মীরা বাধা দেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা জোর করে ভেতরে ঢোকেন। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ নিয়ে চীনা শ্রমিকদের সঙ্গেও দেশি শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে।খবর পেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলীসহ তাপবিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। শ্রমিকদের প্রতিনিধি হিসেবে পাঁচজনের সঙ্গে স্থানীয় প্রশাসন ও আরএনপিএল কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে সমঝোতা শেষে দুপুরে শ্রমিকেরা কাজে ফেরেন।
    আরপিসিএলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল করিম আরও বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনার পর বিষয়টি সমাধান হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলবে। প্রকল্পের বাইরে থেকে আসা দেশি শ্রমিকদের শরীরের তাপমাত্রা মেপে ভেতরে ঢুকতে দেওয়া হবে। এ ছাড়া প্রকল্প এলাকায় শ্রমিকদের আবাসন ও পানির সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াত নেতার বাড়িতে আগুন

    বরিশালের মেহেন্দিগঞ্জে এক জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল ফাটিয়ে পালিয়ে যায় তারা। শনিবার (০৮ নভেম্বর)...