More

    মনপুরায় গত দুই দিনে ১৫ জন করোনা রোগী শনাক্ত

    অবশ্যই পরুন

    ভোলার মনপুরায় গত দুই দিনের করোনা টেস্টে ১৫ জন করোনা পজিটিভ হয়েছেন। গত দুইদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন কিটের মাধ্যমে এসব টেস্ট করানো হয়। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন স্বাস্থ্যকর্মি রয়েছেন বলে নিশ্চিৎ করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।

    ১২ জুলাই ৪২ জনের করোনা পরীক্ষা করে ৭ জন ও ১৩ জুলাই ১৪ জনের পরীক্ষা করে ৯ জন করোনা পজিটিভ হয়েছেন।

    যারা করোনা পজিটিভ হয়েছেন তাদের মধ্যে যাদের করোনা উপসর্গ নেই তাদের নমুনা পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য ভোলায় পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মনপুরা সদর হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ ছিলো।

    এর কারন হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রেজওয়ানুর আলম জানান, করোনা মহামারীর প্রথম থেকে ঢাকা, বরিশাল ও ভোলায় নমুনা পাঠিয়ে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা করা হতো। মনপুরা দূর্গম উপজেলা বিধায় যাতায়াত সমস্যা ও খরচ ব্যববহুল থাকায় কিছুদিন করোনা পরীক্ষা বন্ধ ছিলো। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে রেপিড এন্টিজেন টেস্টের কিট পাঠানো হয়েছে। কোনপ্রকার টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান না থাকায় আমাদের পক্ষে পরীক্ষা করানো কষ্টসাধ্য হচ্ছে। তবুও বর্তমানে এই কিটের মাধ্যমে নিজস্ব উদ্যোগে পরীক্ষা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াত নেতার বাড়িতে আগুন

    বরিশালের মেহেন্দিগঞ্জে এক জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল ফাটিয়ে পালিয়ে যায় তারা। শনিবার (০৮ নভেম্বর)...