More

    ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে মৃত্যু ২, শনাক্ত ৪৭

    অবশ্যই পরুন

    পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কলাপাড়া হাসপাতালের করোনা ইউনিটে মির্জাগঞ্জের সন্তোষ চন্দ্রের (৭৫) ও সুবিদখালিতে হারুনর রশিদের (৭৫) মৃত্যু হয় সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শীপন এতথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩৪টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০১৯ জন। আক্রান্তের শতকরা হার ৩৫.০৭ শতাংশ। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮ জন এবং বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ৫১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪০৯ জন। এছাড়াও জেলার সকল উপজেলায় টিকাদান কার্যক্রম চলমান আছে বলেও জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, তামিমকে নিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক।...