More

    বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩৫ জন করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন।একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে পটুয়াখালীতে একজন, ভোলায় একজন, পিরোজপুরে একজন এবং বরগুনায়  দু’জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া সব মিলিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৩১ জনে।

    শুক্রবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করে জানান, মোট আক্রান্ত ২৫ হাজার ১৩১ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭১১ জন।

    এই কর্মকর্তা জানান, আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১৮৬ জন নিয়ে মোট ১০ হাজার ৬৮৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৮ জন নিয়ে মোট ৩ হাজার ১২৭ জন, ভোলা জেলায় নতুন ৭১ জনসহ মোট ২ হাজার ৪৮৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট ৩ হাজার ৪৬৮ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ১৫৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৪ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২১০ জন।

    শেবাচিম হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৬৪৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৪৩ জনের মৃত্যু হয়েছে। তবে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬৪৪ জনের মধ্যে ১৫ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

    সূত্রটি আরও জানায়-  গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ১৯ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩০৫ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১৫ জন করোনা ওয়ার্ডে এবং ১৯০ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায়...