More

    বরিশালে নগদ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই

    অবশ্যই পরুন

    বরিশালে নগরীতে মোবাইল ব্যাংকিং নগদ কোম্পানির এক কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন। রোববার সন্ধ্যা রাতে কোতয়ালি মডেল থানাধীন বৈদ্যপাড়া এলাকায় তার ওপর হামলা চালিয়ে তিন সদস্যের একটি দল। একপর্যায়ে তাকে কুপিয়ে কোম্পানির ৮ লাখ টাকা নিয়ে গেছে। স্থানীয়রা যুব বয়সি কর্মকর্তা (ডিএসও) নুরুল্লাহ মোমেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

    নুরুল্লাহ মোমেন জানান, সারাদিন নগদের অর্থ সংগ্রহ করে সন্ধ্যার দিকে পায়ে হেটে অফিস সিঅ্যান্ডবি রোডের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমথ্যে বৈদ্যপাড়া এলাকায় অনেকটা আকস্মিক তিনজনের একটি দল তার ওপর হামলা চালায়। একপর্যায়ে মারধর করাসহ এলোপাতাড়ি কুপিয়ে নগদ ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে চিৎকার করতে দেখে স্থানীয় উদ্ধার করে। এবং দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, তামিমকে নিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক।...