More

    কলাপাড়ায় ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজ আলম (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প। শুক্রবার রাত সাড়ে নয়টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের পূর্ব আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত ফিরোজকে ইয়াবাসহ মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সে উপজেলার ধুলাসর ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের পুত্র। এছাড়া শনিবার ভোর রাতে মৎস্য বন্দর মহিপুর বাজার থেকে ৩২ পিস ইয়াবাসহ সোহেল ও নিজাম নামের দু’যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...