More

    বরিশালে ওষুধ উৎপাদনকারী কারখানায় র্যাবের অভিযান

    অবশ্যই পরুন

    নগরীর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অভিযান চালিয়েছে র্যাব-৮ এর সদস্যরা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওষুধ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে র্যাবের একটি টিম।

    অভিযান চলাকালে ইন্দো-বাংলার ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক ঘন্টার অভিযান শেষে রাত সাড়ে ১০টার দিকে অভিযানিক টিম বেড়িয়ে যায়। কিন্তু এ অভিযানের বিষয়ে র্যাব বা সংশ্লিষ্ট অভিযানিক টিমের পক্ষ থেকে সাংবাদিকদের কোনো তথ্য দেওয়া হয়নি।

    তবে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, দেশব্যাপী র্যাবের অভিযান সপ্তাহের অংশহিসেবে ওষুধ প্রস্তুতকারী ওই প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গৌরনদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু

    বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয় সন্যামত (২৫) নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। নিহত জয় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের...