More

    কলাপাড়ায় গাঁজাসহ আটক ৪

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ধানখালী ইউপির আরপিসিএল তাপ বিদ্যুৎ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
    আটককৃত ইলিয়াস খান ও সাইদুল ইসলামের বাড়ি ধানখালী ইউনিয়নে। এছাড়া ব্যাতা চাকমা ও করুন বিকাশ চাকমার বাড়ি খাগড়াছড়ির দিঘীনালা এলাকায়।

    গোপন সংবাদের ভিত্তিতে ধানখালী ইউপির লোন্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লোন্দা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ইলিয়াস খানকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যানুযায়ী বাকি তিনজনকে আটক করা হয়। এসময় তাদের ভাড়া বাসা থেকে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ব্যাতা চাকমা ও করুন বিশ্বাস চাকমা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মী হলেও তাদের মূল ব্যবসা মাদক। তারা এসব গাঁজা ও বিভিন্ন মাদক খাগড়াছড়ি থেকে এনে এখানে শ্রমিকদের কাছে বিক্রি করে আসছিল।

    তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...