কলাপাড়া (পটুয়াখালী প্রতিনিধি ) : কলাপাড়া- পটুয়াখালী মহাড়কের রজপাড়া শিকদার বাড়ির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আরোহী আরেক মাদ্রাসা ছাত্র জুনায়েদ (১১) রোববার
ভোরে মারা গেছে।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় জুনায়েদ মারা যায়। ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ তালুকদার এতথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যার পরে কলাপাড়া –পটুয়াখালী মহাসড়কের রজপাড়ায়
মোটরসাইকেল দুর্ঘটনায় চালক অপর মাদ্রাসা ছাত্র আবু সাঈদ (১৭) ঘটনাস্থলেই
মারা যায়। ওই সময় আপর আরোহী জুনায়েদ গুরুতর জখম হয়।
জুনায়েদ কে অচেতন অবস্থায় প্রথম কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বরিশাল, পরে ঢাকায়
নেয়া হয়।
উল্লেখ্য, ধানখালী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কলাপাড়া আসছিল। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নমর্মান্তিক এই বিয়োগান্তক ঘটনায় ধানখালী গ্রামে শোকাবহ অবস্থা বিরাজ
করছে।
বরিশাল নিউজ/ এসএলটি