বরিশাল নিউজ ডেস্ক: ভোলায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ থেকে নদীতে যাতে তেল ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কোস্টগার্ড অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অন্য একটি জাহাজে তেল অপসারণ করেছে। নদীতে এখন আর নতুন করে তেল ছড়াচ্ছে না। তবে ইতোমধ্যে যে তেল ছড়িয়ে পড়েছে তা জীববৈচিত্র্য এবং জেলেদের জীবনে বিরূপ প্রভাব ফেলছে।
কোস্টগার্ড সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজের তেল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অন্য একটি জাহাজে অপসারণ করা হয়েছে। নদীতে এখন আর নতুন করে কোন তেল ছড়াচ্ছে না।
তবে ইতোমধ্যে যে তেল ছড়িয়ে পড়েছে তা জীববৈচিত্র্য এবং জেলেদের জীবনে বিরূপ প্রভাব ফেলছে। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারেও কাজ চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর তুলাতুলি এলাকায় চট্টগ্রাম থেকে তেল নিয়ে চাঁদপুরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় লাইটার জাহাজ সাগর নন্দিনী-২। এরপর জাহাজে থাকা ১১ লাখ ৩৪ হাজার লিটার অকটেন ও ডিজেলের বেশিরভাগ ছড়িয়ে পড়ে মেঘনায়।
তেল ছড়িয়ে পড়ায় নদীর একটি অংশে মাছ ধরতে পারছিল না জেলেরা। তেলের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়েছে নদী তীরের গ্রামগুলোতেও। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীরা।
পরিবেশ বিপর্যয় এড়াতে কোস্টগার্ডের সাথে কাজ করছে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন। তেলবাহী জাহাজটিকে পেছন থেকে আরেকটি জাহাজ ধাক্কা দেওয়ার কারণে ঘটে এ দুর্ঘটনা। এতে অন্তত ১০ কোটি টাকা ক্ষতির দাবি করেছে পদ্মা অয়েল কোম্পানি।
বরিশাল নিউজ/স্ব/খ