More

    কলাপাড়ায় ফুঁসে উঠেছে ধানখালীর জনগন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,: পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের ছয়টি ওয়ার্ডে বর্তমানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। ভোটার প্রায় নয় হাজার। অথচ এ ছয়টি ওয়ার্ডে মানুষের বসবাস নেই এমন দাবি করে ইউপি চেয়ারম্যান আবেদন করায় ফুঁসে উঠেছে গোটা ইউনিয়নের মানুষ। ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদারের এমন মিথ্যাচারের প্রতিবাদে গত দুইদিন ধরে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকার হাজার হাজার মানুষ।

    বৃহস্পতিবার রাতে ধানখালী নিশানবাড়িয়া কমিউনিটি ক্লিনিক মাঠে ধানখালী ইউপি নির্বাচনের দাবি এবং ভোটার শূণ্য ইউনিয়ন বানানোর চক্রান্তে জড়িত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানখালী আওয়ামী লীগ সভাপতি শাহাজাদা পারভেজ টিনু মৃধা, মুজাহিদ কমিটির নেতা অ্যাডভোকেট নুর হোসেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মৃধা, লতিফ গাজী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু মৃধা, বিএনপি নেতা শাহিন মোল্লা, ছালাম খান, মো: আনিচুর রহমান দানেশ মিয়া, তরিকত ফেডারেশন সভাপতি আনছার সরদার প্রমুখ।

    বক্তারা বলেন, ২০২৩ সালের মার্চ মাসে ধানখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নির্বাচন বানচাল করতে ওই ইউনিয়নের ৭, ৮, ৯ এবং ২, ৪ ও ৬ নং ওয়ার্ডকে বিভাজন করার লক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক বরাবরে আবেদন করেছে ইউপি চেয়ারম্যান । যাতে বলা হয় ওই ছয় ওয়ার্ডে ভোটার নেই। অথচ বর্তমানে নতুন ভোটারসহ নয় হাজারেরও বেশি ভোটার রয়েছে।

    বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান রিয়াজ তালুকদার ছয়টি ওয়ার্ডে ভোটার নেই এমন মিথ্যাচার করে নির্বাচন ছাড়াই ক্ষমতায় আরো বেশি সময় থাকতে চাইছে। গ্রামবাসী চেয়ারম্যানের এমন মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে সঠিক সময়ে নির্বাচনের দাবি জানান।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...