More

    স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে- এমপি মহিববুর

    অবশ্যই পরুন

    পটুয়াখালী-৪ আসনের সংসদর সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন  শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে। এজন্য দেশে স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন ও স্মার্ট ইকোনোমি গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান তিনি ।

    রোববার (১লা জানুয়ারি ২০২৩) দুপুর ১২ টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে প্রেসক্লাবের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া  পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈদ্য, উপজেলা  আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, প্রবীন সাংবদিক  প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সাধারন সম্পাদক শিক্ষক আবদুল খালেক, ।

    প্রতিষ্ঠাকালীন সদস্য দেবদাস মুখার্জী, উপজেলা কৃষক লীগের সভাপতি আখতাউর রহমান  হারুন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন, কলাপাড়া মহিলা ডিগ্রী  কলেজের অধ্যক্ষ মোঃ মঞ্জুরুল আলম, মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কালিম উল্লাহ,  কলাপাড়া থানার ওসি মোঃ জসীম, নারী সংগঠক সালমা কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সম্পাদক রাসেল মোল্লা প্রমূখ।

    আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে  অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয় সাংবাদিক পরিবারের সদস্য সহন  বরেণ্য শিল্পীরা। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের শিল্পী, কলাকুশলী ও প্রেসক্লাব সদস্যদের  পরিবারকে ইংরেজি নতুন বছরের শুভ কামনায় বিশেষ উপহার দেয়া হয়।

    সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন  ।

     বরিশাল নিউজ/ স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...