More

    উজিরপুরে পরিবহনের চাপায় পথিক নিহত

    অবশ্যই পরুন

    বরিশালের জেলার উজিরপুরে পরিবহনের চাপায় দুলাল খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

    স্থানীয়রা জানান- উপজেলার মাদারসী গ্রামের বাসিন্দা দুলাল সকাল ৯টার দিকে ইছলাদি এলাকায় পায়ে হেটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি বাস এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে কোন পরিবহন তাকে চাপা দিয়ে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট উজিপুর থানা পুলিশ।

    গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ তমাল সরকার জনান,কোন পরিবহনের বাস পথিককে চাপা দিয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য নিশ্চিত করতে পারেনি। যদ্দুর তথ্য পেয়েছি, তাতে সাকুরা পরিবহনের নাম এসেছে। কিন্তু তারপরেও বিষয়টি নিশ্চিত হতে পুলিশ তদন্ত চলছে ।

    উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে পথচারীর লাশ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তাকে চাপা দেওয়া বাসটি সম্পর্কে তথ্য-উপাত্ত্ব সংগ্রহ করা হচ্ছে। এই বিয়োগান্তের ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়া চলছে, জানান ওসি।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় সকল খালের সীমানা চিহ্নিতকরনসহ সাত দফা দাবি বাস্তবায়নে নদী তীরে সংবাদ সম্মেলন

    কলাপাড়া প্রতিনিধি:সকল খালের সীমানা চিহ্নিতকরণ, তালিকা তৈরি, দখল—দূষণ মুক্ত করে কৃষিকাজের উপযোগী রাখাসহ সাত দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ...