More

    পটুয়াখালীতে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর

    অবশ্যই পরুন

    পটুয়াখালীতে অসুস্থ ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের সিটি সেন্টার অডিটোরিয়ামে ৩২ জন সুবিধাভোগীর মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১৬ লাখ টাকার চেক হস্তান্তর করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের প্রতিভূ উন্নয়ন করেছেন। তার ত্রাণ তহবিল থেকে অনেক মানুষকে অনুদান দেয়া হয়েছে। তিনি আপামর জনসাধারণের কথা চিন্তা করেন। আপনারা তার জন্য দোয়া করবেন।

     বরিশাল নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...