পটুয়াখালীতে বাসচাপায় আয়েশা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের মৌকরণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আয়েশা বেগম পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ এলাকার মৃত আজু খা’র স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে। মৌকরণ বাজারের দোকানদার সোবহান মিয়া জানান, স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন আয়েশা বেগম। কিছুটা গোপনে দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন। প্রতিদিনের মতো আজও ভিক্ষার জন্য মৌকরণ বাজারে আসছিলেন তিনি। বাজার থেকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে উঠলে বরিশাল থেকে রুদ্র-তুর্য পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার এসআই কামরুল ইসলাম জানান, বাসচাপায় আয়েশা বেগমের মাথা থেঁতলে মগজ বের হয়ে গেছে। মৃত্যুর সময় ভিক্ষার ঝুড়িটি হাতেই ধরার ছিল।