More

    পটুয়াখালীতে বাসচাপায় প্রাণ গেলো ভিক্ষুকের

    অবশ্যই পরুন

    পটুয়াখালীতে বাসচাপায় আয়েশা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।  গতকাল শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের মৌকরণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    আয়েশা বেগম পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ এলাকার মৃত আজু খা’র স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে। মৌকরণ বাজারের দোকানদার সোবহান মিয়া জানান, স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন আয়েশা বেগম। কিছুটা গোপনে দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন। প্রতিদিনের মতো আজও ভিক্ষার জন্য মৌকরণ বাজারে আসছিলেন তিনি। বাজার থেকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে উঠলে বরিশাল থেকে রুদ্র-তুর্য পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    তিনি আরও জানান, ওই গাড়ির পেছনেই ছিল পুলিশের পিকআপ ভ্যান। দুর্ঘটনার পর দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাসটি আটকে দেয়। এ সময় বাসচালক পালিয়ে গেলেও তার সহকারী মিলনকে আটক করেছে পুলিশ।

    সদর থানার এসআই কামরুল ইসলাম জানান, বাসচাপায় আয়েশা বেগমের মাথা থেঁতলে মগজ বের হয়ে গেছে। মৃত্যুর সময় ভিক্ষার ঝুড়িটি হাতেই ধরার ছিল।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আরো জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। বাসসহ চালকের সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...