পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আইনজীবী সহকারী কল্যাণ সমিতির নির্বাচন শনিবার (৭জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে আবদুল হাই হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল হক নিবার্চিত হয়েছে। র্নিবাচিত সমিতির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি মোঃ হাফিজুর রহমান সহ–সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সদস্য পদে মোঃ মিজানুর রহমান মিলন, মোঃ ইব্রাহীম খলিল ও মোঃ ফেরদৌস নির্বাচিত হয়।
নির্বাচনে ৩৮ জন ভোটারের মধ্যে ৩৭জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেন। কলাপাড়া উপজেলা আইনজীবী সহকারী কল্যাণ সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নুর ইসলাম ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহাবুদ্দিন খান ও সদস্য মোঃ বশির আল হেলাল।
নিবার্চনে সহযোগিতা করেন কলাপাড়া আইনজীবী কল্যান সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আইনজীবী রাকিবুল আহসান মামুন, আঃ ছালাম হাওলাদার, খন্দকার মোঃ শাহাবুদ্দিন, মোঃ নুরুজ্জামান সিকদার, গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন।
বরিশাল নিউজ/স্ব/খ