More

    বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

    অবশ্যই পরুন

    ঠান্ডা বাতাসের দাপট আর টানা সপ্তাহের শৈত্য প্রবাহ মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাবুগঞ্জের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

    সোমবার বিকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের  উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।  বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের নমোরহাট এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রদানকৃত আশ্রয়নের ঘরগুলো পরিদর্শন কালে অসহায় শীতার্ত পরিবারগুলোর মাঝে  শীতকালীন কম্বল বিতরণ ও রহমতপুরের লামচর-ক্ষুদ্রকাঠি এলাকায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা পরিসংখ্যান অফিসার আবদুস সালাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পর্যায় ক্রমে উপজেলা প্রত্যেক ইউনিয়নেই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে জানান ইউএনও নুসরাত ফাতিমা।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...