More

    বাবুগঞ্জে জাপা’র দু’পক্ষে সংঘর্ষ

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট: বাবুগঞ্জে জাতীয় পার্টির দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। রবিবার রাতে স্থানীয় সংসদ সদস্য পাশে বসা নিয়ে দু’নেতার বাক বিতন্ডার পর সংঘর্ষ  বাধে। বাবুগঞ্জ জাতীয় পার্টি দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের জন্মদিনের অনুষ্ঠানে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    রোববার রাত ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার খানপুরা এলাকায়  জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে।

    জানা যায়, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর পাশের চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই নেতার বাকবিতণ্ডার জের ধরে দু’পক্ষ    সংঘর্ষে জড়ায়। এ সময় দুপক্ষ একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...