More

    ভোলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত

    অবশ্যই পরুন

    ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোলা থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দেয়।

    এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও অটোরিকশায় থাকা মা ও তার ছেলে মারা যান। দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে থাকা পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে।

    তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে গরু বিতরণ

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে অসচ্ছল জেলেদের...