More

    ‘তত্ত্বাবধায়ক ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশ নিবেনা বিএনপি’

    অবশ্যই পরুন

    বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে না বিএনপি। এর পরেও যদি আওয়ামী লীগ নির্বাচন করার চেষ্টা করে, তা করতে দেওয়া হবে না।

    ঝালকাঠিতে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও বিশ্লেষণ বিষয়ে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সোমবার সকালে শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।

    মতবিনিময় সভায় তারেক রহমান ঘোষিত গণতান্ত্রিক আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...