পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব রজপাড়া গ্রামের ডিমাপাড়া খালের পার থেকে বেল্লাল গাজী (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার পর স্থানীয় লোকজন মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ও ডিবি পুলিশ সদস্যরা প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে। নিহত বেল্লালের চোখ, মুখ ও মাথা ভারি বস্তুুর আঘাতে অনেকটা থেতলানো।
তার শরীর থেকে রক্ত বের হয়ে খালের পানিতে গিয়ে মিশেছে।
নিহতের স্বজনরা বলেন, বেল্লালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফকার ও শাস্তি দাবি করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, নিহত বেল্লাল গাজীর বাড়ি আমতলী পৌরসভার সাত নং ওয়ার্ডের ছুড়িকাটা এলাকায়। তার পিতার নাম সফেজ গাজী। সে কয়েক মাস ধরে মহাসড়কে মোটরসাইকেলে যাত্রী পারাপার করতো। তাকে হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে গেছে ঘাতকরা। পুলিশ ধারনা করছে মঙ্গলবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তার হত্যার কারন অনুসন্ধানে কাজ শুরু করেছেন। ইতিমধ্যে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বরিশাল নিউজ/স্ব/খ