নাটক একটি শক্তিশালী একটি মাধ্যম। থিয়েটার সমাজকে করে সমৃদ্ধ। মানুষকে করে ঋদ্ধ। থিয়েটার একটি সমাজকে সংস্কার করে প্রগতির ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। গতকাল শব্দাবলীর নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় বরিশালের বিভগাীয় কমিশনার মো: আমিন উল আহসান এসব কথা বলেন।
সমাপনী দিনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন শব্দাবলীর সভাপতি সৈয়দ দুলাল।
‘নাট্যাচারে সৃজিত হোক অদম্য অগ্রযাত্রা’ এমন প্রত্যয় নিয়ে শুরু হওয়া নাট্য উৎসব শেষ হয়েছে। দেশের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটার আয়োজিত নাট্য শুরু হয়েছিলো ৬ নভেম্বর।
বরিশালের শব্দাবলী স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয় দেশ বিদেশের ৮টি নাটক। সমাপনী অনুষ্ঠানে শব্দাবলী প্রবর্তিত গিয়াস-মিলন নাট্য পদকে এবছর সম্মাননা দেয়া হয়েছে শব্দচর্চা নাট্য কেন্দ্র চট্টগ্রাম এর নাট্যজন থোরশেদুল আলমকে। শেষে প্রদর্শিত হয় ঢাকার চন্দ্রকলা থিয়েটার এর প্রযোজনা ‘ শেখ সাদী ’ নাটকটি।
উৎসবে যে নাটকগুলো প্রদর্শিত হয়েছে সেগুলো হচ্ছে-শব্দাবলীর উপসংহার, পদাতিক নাট্য সংসদ টিএসসি’র গহনযাত্রা, চারুনীড়ম থিয়েটার এর নানা রঙের দিনগুলি, থিয়েটার আরামবাগ এর নিকাই, সংলাপ গ্রুপ থিয়েটার এর বোধ, রবীন্দ্রনগর নাট্যয়ূধ এর দহনরাত, কথক থিয়েটার চট্টগ্রাম এর অস্পৃশ্য।
উল্লেখ্য, ৬ নভেম্বর শব্দাবলী প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সাদেকুল আরেফিন। গোটা উৎসব উৎসর্গ করা হয়েছে সংস্কৃতিজন ও প্রয়াত শহীদ জননী, মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রতি।
বরিশাল নিউজ /স্ব/খ