More

    জেলে আলভেজ, চুক্তি বাতিল করল ক্লাব

    অবশ্যই পরুন

    যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার দানি আলভেজকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন বার্সেলোনার আদালত।
    শুক্রবার (২০ জানুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর আলভেজ অভিযোগ অস্বীকার করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠায়। গত ৩০ ডিসেম্বর আলভেজের বিরুদ্ধে এক নারী যৌন হয়রানির অভিযোগ দায়ের করে। এরপর ১০ জানুয়ারি বার্সেলোনার আদালত বিবৃতি দিয়ে জানায়, এ ঘটনার তদন্ত চলমান।
    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সকালে বার্সেলোনা পুলিশ স্টেশনে গিয়েছিলেন আলভেজ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।
    স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, আলভেজ তার আইনজীবীদের মাধ্যমে অভিযোগের বিষয়ে পুলিশের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন। গ্রেপ্তারের পর আলভেজকে আদালতে তোলা হয়। তার জামিন মঞ্জুর না করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। বার্সেলোনা ছেড়ে মেক্সিকান ক্লাব পুমাসে যোগ দিয়েছিলেন আলভেজ, চুক্তি ছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু সেই চুক্তি বাতিল করে দিয়েছে পুমাস।
    এক বিবৃতিতে ক্লাবটির সভাপতি লিওপোলদো সিলভা বলেছেন, ‘ক্লাবের চেতনা ও মূল্যবোধের বিপক্ষে যায় – এমন কোনো কাজ ক্লাবের কোনো ফুটবলাররা করলে তা মেনে নেওয়া হবে না।
     বরিশাল ডট নিউজ/ স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...