More

    ভারতে ট্রাম্পের নামে রাস্তা করা নিয়ে বিতর্ক

    অবশ্যই পরুন

    ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে হায়দরাবাদের একটি রাস্তার নামকরণের প্রস্তাব দিয়েছেন। তেলেঙ্গানায় একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটকে সামনে রেখে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। খবর এনডিটিভির।

    হায়দরাবাদ শহরে মার্কিন কনস্যুলেট জেনারেলের পাশ দিয়ে যাওয়া মূল রাস্তাটিকে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ নামকরণের প্রস্তাব দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানানোর ক্ষেত্রে এটাই এ ধরণের প্রথম পদক্ষেপ।

    এরআগে তেলেঙ্গানায় একটি প্রধান সড়ক ‘গুগল স্ট্রিট’ নামকরণ করা হয়। আরো কতগুলো নাম বিবেচনাধীন রয়েছে, সেগুলো হলো ‘মাইক্রোসফ্ট রোড’ এবং ‘উইপ্রো জংশন’।

    মুখ্যমন্ত্রী রেড্ডি বলেছেন, বিশ্বব্যাপী প্রভাবশালী ব্যক্তিত্ব এবং কর্পোরেশন প্রধানের নামে রাস্তার নামকরণের দু’টি উদ্দেশ্য রয়েছে: তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং হায়দরাবাদকে বিশ্বব্যাপী স্বীকৃতির উচ্চ স্তরে নিয়ে যাওয়া।

    তবে এ সিদ্ধান্তকে সমালোচনা করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার মুখ্যমন্ত্রী রেড্ডির সমালোচনা করে বলেছেন, হায়দরাবাদের নামকরণ ‘ভাগ্যনগরে ফিরিয়ে আনা’ উচিত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও...