More

     বরিশাল মেডিকেলে রোগীর মৃত্যু, স্বজনদের হামলা ভাংচুর 

    অবশ্যই পরুন

    ররিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ও অক্সিজেনের অভাবে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে ।

    এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা চিকিৎসকের রুম ভাংচুর করেছে। আজ (২২ জানুয়ারী ) বেলা ১২ টায় শেবাচিম হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে এই ভাংচুরের ঘটনা ঘটে ।

    মৃত ব্যাক্তি বরিশাল জেলা সদর উপজেলার বিমানবন্দর থানাধীন  কলস গ্ৰামের মৃত মোঃ আলী হোসেনের ছেলে মোঃ শহীদ হাওলাদার’র (৫০) । বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে  তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিল ।

    এ বিষয়ে মৃত মোঃ শহীদ হাওলাদারের ছেলে মোঃ জুম্মান হাওলাদার অভিযোগ করে বলেন, চিকিৎসকের অবহেলার কারণে ও অক্সিজেনের অভাবে আমার বাবা মৃত্যুবরণ করেন । এমন অবস্থায় আমার আত্মীয়-স্বজনরা মনের কষ্টে ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসকের রুমে ডাক্তার না থাকায় তাদের টেবিলের গ্লাস ভাঙচুর করে।  এই বিষয়ে জুম্মান  আরও বলেন, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু এ ঘটনা নতুন নয়। আমার মতো বাপ হারিয়েছে অনেকে ।  চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনাগুলোর যদি সঠিক ভাবে তদন্ত হতো তাহলে চিকিৎসা সেবা পেত সাধারন মানুষ  ।

    পরে কোতোয়ালী থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ও ডাক্তারদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে  বিষয়টি মানবিক বিবেচনা করে মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্ত করেন।

    খান মনিরুজ্জামানঃ নিজস্ব প্রতিবেদক 

    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...