More

    পটুয়ালীতে প্রেমিকের স্বীকৃতি

    অবশ্যই পরুন

    বিয়ের দাবিতে পটুয়াখালীর দুমকীতে প্রেমিকের বাড়িতে ১৪ দিন অবস্থান করেন কলেজ শিক্ষার্থী মনি আক্তার (১৯)। অবশেষে সফল হয়েছেন মনি। তাকে ১ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছেন প্রেমিক মো. রিয়াজুল ইসলাম রাব্বি (২৬)। রাব্বি ওই গ্রামের মৃত. ইউনুস হাওলাদারের ছেলে এবং মনি আক্তার পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে।

    (২১ জানুয়ারি) গভীর রাতে দুমকীতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব জলিশা গ্রামে প্রেমিক রাব্বির বাড়িতে বিয়ে হলেও একদিন পর বিষয়টি জানাজানি হয়।

    প্রেমিক যুগলের বিয়ে সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা বলেন, ছেলে-মেয়ের অভিভাবকদের সম্মতিতে এ বিয়ের আয়োজন করা হয়েছে।

    দুমকী থানার ওসি মো.আবদুস সালাম বলেন, রাব্বি এবং মনির মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

    গত ৭ জানুয়ারি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মনি আক্তার বিয়ের দাবিতে আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামের মো. রিয়াজুল ইসলাম রাব্বি (২৬) বাড়িতে অবস্থান নেন। দীর্ঘ ১৪ দিন অবস্থানকালে প্রেমিক আত্মগোপনে ছিলেন। বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক প্রচার হওয়ায় মনিকে বিয়ে করতে বাধ্য হয় রাব্বি।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...