পটুয়াখালীর কলাপাড়া গঙ্গামতি সড়কের মুসুল্লীয়াবাদ এলাকায় জমি চাষাবাদের মাহিন্দ্রা ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধায় এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক রুমেল (১৮) ঈশ্বরদী থানার কৈকুন্ডা গ্রামের আমজেদ ফকিরের ছেলে।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মাহিন্দ্রা ট্রাক্টরটি সড়কে দ্ররুত গতিতে অন্য বাহনকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এলাকাবাসী দ্রæত চালককে পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগের চিকিৎসকরা রুমেলকে মৃত ঘোষণা
করেন।
খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তান জানান।
বরিশাল ডট নিউজ/স্ব/খ
