More

    বরিশালে হারানো ২১টি মোবাইল মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

    অবশ্যই পরুন

    বরিশালে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম’র তৎপরতায় হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।

    মোবাইলগুলো মালিকদের কাছে ফেরৎ দেওয়া হয়েছে ইতিমধ্যে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

    এসময় তিনি বলেন, গত ডিসেম্বর ও জানুয়ারীর মধ্যে বরিশাল জেলায় বিভিন্ন থানায় যে সব মোবাইল হারিয়ে যাওয়ার জিডি হয়েছে, তার মধ্যে ২১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ড পার্টির মাধ্যমে এসব মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নে উত্তরে বলেন, এনিয়ে গত এক বছরের মধ্যে আমরা ৭১টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

    সাধারণত প্রতি মাসে প্রতিটি থানায় ১০ থেকে ১৫টি মোবাইল হারিয়ে যাওয়ার জিডি হয়ে থাকে। আমাদের এ সেবা চলমান থাকবে। এ সেবার মাধ্যমে জেলার বিভিন্ন থানায় সংঘটিত চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ সনাক্তপূর্বক অতি দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে আশা করি। মোবাইল পেয়ে খুশি অভিযোগকারীরা জানান, মোবাইল ফেরত পাবে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নাজিরপুরে মাসুদ সাঈদীর নির্বাচনী গণসংযোগ

    নাজিরপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। মঙ্গলবার (২৭ জানুয়ারি)...