More

    আগামীকাল ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

    অবশ্যই পরুন

    আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। এই সফরে তিনি আবারও ঢাকায় দেশের মিশন চালুর ঘোষণা দিতে পারেন।

    গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো তিন দিনের সফরে আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকা আসছেন। তার সফরে ঢাকায় আর্জেন্টিনার মিশন উদ্বোধনের ঘোষণা আসতে পারে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সান্তিয়াগো ক্যাফিয়েরো সফরকালে বাংলাদেশের সঙ্গে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

    কাতারে বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশের মানুষের উন্মাদনা নজর কেড়েছিল লাতিন আমেরিকার দেশটির।

    গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতার পর দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন বার্তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো।

    চিঠিতে আলবার্তো বলেন, ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে বলে তিনি বিশ্বাস করেন।

    ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়টি মূলত সামনে আসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক টুইটের মাধ্যমে। গত বছরের ১২ ডিসেম্বর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো এক টুইটে লেখেন যে, ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়া ঢাকায় তার দেশের দূতাবাস পুনরায় চালু করার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাজী কেরামত আলী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের হাজী কেরামত আলী কলেজের অধ্যক্ষ আলীম উজজামানের অপসারণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও...