More

    ১৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ

    অবশ্যই পরুন

    ভারতের মহারাষ্ট্রের থানে জেলা থেকে ১০ নারীসহ ১৮ বাংলাদেশীকে আটক করেছে মুম্বাই পুলিশ। ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

    ভারতীয় গণমাধ্যম জানিয়েছে যে তাদের ১ এবং ২ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল। মুম্বাই পুলিশ জানায়, মুম্বাইয়ের নাভি ঘানসোলি এলাকার একটি ভবনে কিছু বাংলাদেশি একটি বিবাহ বার্ষিকীতে যোগ দিতে সেখানে জড়ো হয়েছিল এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে যায়।

    পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন পুরুষ। পুলিশের দাবি, কোনো অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়াই প্রায় এক বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তদন্ত চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিকেলে ঘোষণা করা হতে পারে জাকসুর ফল: নির্বাচন কমিশন

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবার বিকেল ৪টার মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দিনগত...