কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: লন্ডন থেকে দেশে এসে শ্বশুড়ের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় ব্রিটিশ নাগরিক ও মুক্তিযোদ্ধা সন্তান
মনজুর আহমেদ (৪৯) ও তার পুত্র আহমেদ আল আমীনকে (২৫) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের
সমর্থকরা। পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া মাঝগ্রামে রোববার সন্ধায় এ ঘটনা
ঘটেছে। গুরুতর আহত মনজুরকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি
করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতে বরিশাল শের ই বাংলা
মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত মনজুর আহমেদ এ হামলার জন্য নৌকা
প্রতিকের প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন। তিনি বলেন, আমি শহীদ পরিবারের সন্তান। ছুটিতে
পরিবার নিয়ে বেড়াতে এসে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তার শ্বশুড় রুহুল আমিন হাওলাদারের নির্বাচনী
প্রচারণা দেখতে গিয়ে সন্তানসহ হামলার শিকার হয়েছি। আমরা এমন হামলা-নির্যাতনের জন্য
বাংলাদেশের বৃটিশ হাই কমিশনে লিখিতভাবে জানাবো। সেই সাথে এমন হামলায় জড়িতদের দ্রুত
গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি। মনজুর আহমেদ
বৃটেনের কুইন্স হাসপাতালে চাকরি করেন। পাশাপাশি ব্যারিষ্টারি পড়ছেন। তবে হামলার অভিযোগ
অস্বীকার করেছেন আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী এইচ এম হুমায়ন কবির। তিনি বলেন, কারা এ
ঘটনা ঘটিয়েছে তা জানেন না। তবে শুনেছেন হাতাহাতি হয়েছে। এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মো. জসীম জানান, বালিয়াতলী ইউনিয়নে হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে
আহতের পরিবার। তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন। আগামী ১৬ মার্চ কলাপাড়ার বালিয়াতলী
ইউনিয়নসহ পাঁচটি ইউনিয়নে নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষকে দমাতে বালিয়াতলী ও
মিঠাগঞ্জ ইউনিয়নে সরকারদলীয় প্রার্থীরা ভোটার ও প্রার্থীদের হুমকি ও মোটরসাইকেল মহড়া দিয়ে
এলাকায় আতংক সৃষ্টি করেছে বলে প্রার্থীদের অভিযোগ।