More

    ঝালকাঠিতে ৭ই মার্চ পালন

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে বাংলাদেশ উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ আমির হোসেন আমু—এমপি বলেছেন, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বিশ^জুড়ে বিভিন্ন বিশ্বিবিদ্যালয় একে নিয়ে রিসার্চ হচ্ছে।

    ১৭ মিনিটের একটি ভাষণ বাঙ্গালীকে একত্রিত করে স্বাধীনতার সংগ্রামে ঝাড়িয়ে পড়ার মন্ত্র জুগিয়ে ছিল। এই ভাষনের প্রতিটি শব্দ এমন ভাবে সুবিন্যাস্ত ও সাজানো গোছানো ছিল যাহা একটি বিস্ময়কর ভাষণ। ঢাকা রেসকোর্চ ময়দানে উত্তাল জনসমুদ্রে বঙ্গবন্ধুর এ ভাষণ আন্দোলিত করছিল ৭ কোটি বাঙ্গালীকে।

    তিনি মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৭ মার্চের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

    জেলা প্রশাসক ফারহাগুল নিঝুমের সভাপতিত্বে আলোচনায় পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, খান আরিফুর রহমান বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান বক্তব্য রাছেন।

    এর পূর্বে ঝালকাঠি কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর মুড়ালে আমির হোসেন আমু পুষ্পমাল্য অর্পন করেন এবং ধারাবাহিকভাবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি বেসকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জামায়াতের শতাধিক ট্রলার নিয়ে নৌবহর

    পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে শতাধিক ট্রলার নিয়ে নৌবহর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায়...