শখ অদ্ভুত জিনিস। তাহলে আপনি জেনে নিশ্চয় অবাক হবেন যে ৬০বছর বয়সে পৌঁছে যাওয়া একজন ব্যক্তির বিয়ে করে সেঞ্চুরি করার শখ হয়েছে? কিন্তু আশ্চর্যজনকভাবে এমন শখের সন্ধান পেয়েছেন ৬০ বছর বয়সী এক ব্যক্তি।
আর শখের বশে তিনি এ পর্যন্ত ২৬টি বিয়ে করেছেন এবং তার মধ্যে ২২ জনকে তালাক দিয়েছেন! তবে এখানেই থামতে চান না তিনি। তার লক্ষ্য ১০০টি বিয়ে।
তবে তিনি শুধু ১০০বিয়ে নয়, ১০০টি সন্তানের জন্ম দিতে চান। তাই বিয়ের পর সন্তান থাকলে স্ত্রীকে তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।
সম্প্রতি বৃদ্ধের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে। জ্যোত জিৎ নামে একটি অ্যাকাউন্ট থেকে ১৭ ফেব্রুয়ারি ভিডিটি প্রকাশিত হয়। এতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধের সাক্ষাৎকার নিচ্ছেন। যেখানে বিয়ে নিয়ে খোলাখুলি ভাবে ব্যক্ত করেন বৃদ্ধা। সাক্ষাৎকারের সময় তার বর্তমান ৪ স্ত্রী তার পাশে বসেছিলেন। যাদের বয়স ১৯ থেকে ২০ বছরের বেশি নয়।
বৃদ্ধ বলেছেন যে তিনি সন্তান জন্ম দেওয়ার পর বর্তমান স্ত্রীদের তালাক দেবেন। শুধু সন্তান নেওয়ার জন্যই বিয়ে করছেন।
বৃদ্ধ আরো বলেন, তার সব স্ত্রী তাকে এই শর্তে বিয়ে করেছে। তাই তাকে এই বিচ্ছেদ নিয়ে চিন্তা করতে হবে না। এমন বিয়ে নিয়ে তার কোনো আক্ষেপ নেই।
এর মধ্যে তিনি ২৬ জনকে বিয়ে করেন এবং ২২ জনকে তালাক দেন। ২২ জনের বাড়িতে সন্তান রয়েছে। তারা তাদের মায়ের সাথে থাকে।