ঝালকাঠিতে আকর্ষণীয় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দূযোর্গ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের চত্বর থেকে র্যালি বের হয় এবং র্যালিটি পুণঃরায় জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়।
জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণ এবং দুযোর্গকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর মহড়া প্রদর্শন করেন। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম র্যালিতে নেতৃত্ব ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লতিফা জান্নাতির সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট রুহুল আমিন এবং জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড আনোয়ার হোসেন আনু বক্তব্য রাখেন।