আওয়ামীলীগ প্রার্থীর টচার্র সেলে পাখা প্রতিকের কমীর্দের নিযার্তনের অভিযোগে পাখা প্রার্থীর সংবাদ সম্মেলন, অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন।।
আগামী ১৬ মার্চ ইউপি নিবার্চনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন। নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে বহিরাগতদের মোটরসাইকেল মহড়া, হুমকি এবং আওয়ামী লীগ প্রার্থীর টচার্র সেলে নিয়ে প্রতিপক্ষের কমীর্দৈর নিযার্তনের অভিযোগে আতংক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এমনকি এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে প্রার্থীরা । শুক্রবার হাত পাখা প্রার্থীর কমীর্ বদরুল পাহোলানকে টচার্র সেলে নিয়ে নিযার্তনের ঘটনায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ্ওই দিনই হাতপাখার ছয় কমীর্কে গ্রেফতার করেছে। এমনকি এ ঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করলেও পুলিশ নৌকার প্রার্থীর মামলা রেকর্ড করলেও হাত পাখার প্রার্থীর অভিযোগ আমলে নেয়নি।
হাত পাখা প্রার্থী মেজবা উদ্দিন খানের অভিযোগ, শুক্রবারের ঘটনায় পুলিশ তার ছয় কমীর্ বেল্লাল হোসেন, মুসফিকুর রহমান, নেছার উদ্দিন চেীাকদার, রফিকুল ইসলাম, মালেক মোল্লা ও মালেক চৌকিদারকে গ্রেফতার করেছে। এর মধ্যে বেল্লাল হোসেন, মুসফিকুর রহমানকে হাসপাতাল থেকে চিকিৎসাধীণ অবস্থায় গ্রেফতার করে। তার অভিযোগ নৌকার প্রাথীর ভাই সাবেক কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী রুবেলের নেতৃত্বে সেলিম, সোহাগ ফকির, ছত্তার হাওলাদার, জিদান খান, জসিম মৃধা, সফেজ উদ্দিন মৃধা, শাহজাহান মিয়া, রিয়াজ হাওলাদারসহ শতাধিক সশস্ত্র সন্ত্রাসী হামলা চালালেও পুলিশ তাদের কাউকে গ্রেফতার করেনি। এছাড়া পটুয়াখালী থেকে বহিরাগত সন্ত্রাসী জড়ো করে গোটা নিবার্চনী এলাকায় দিনে ও রাতে পাখার কমীর্ ও ভোটারদের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও পুলিশ নীরব রয়েছে। বরং তার কমীর্দের গ্রেফতার করছে। এতে ভোটাররা সুষ্ঠু পরিবেশে নিবার্চন নিয়ে শংকিত হয়ে পড়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থীর কাজী হেমায়েত উদ্দিন হিরন শনিবার দুপুরে সংবাদ সন্মেলনে বলেন, তার ছয় কমীর্কে পাখার কমীর্রা পিটিয়ে আহত করেছে। তাদের মধ্যে জালালের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে। এমনকি হাত পাখার কমীর্রা তার কমীর্দের সাথে উগ্র আচরন করছে। ভোটের পরিবেশ নষ্ট করতে তারা এসব আচরন করছে। পাখা প্রতিকের প্রার্থীর করা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মো. জসীম জানান, থানায় দুই পক্ষ অভিযোগ দায়ের করলেও নৌকার প্রার্থীর অভিযোগটি রেকর্ড হয়েছে। কারন তাদের কিছু কমীর্ জখম হয়েছে এবং হাসপাতালে রয়েছে। পাখা প্রতিকের প্রার্থী যে অভিযোগ দিয়েছে সেটি তদন্তাধীণ রয়েছে। তারা শুধু মামলার এজাহারভূক্ত আসামীদেরই গ্রেফতার করছেন বলে জানান।