স্টাফ রিপোর্টারঃ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় বরিশালে বিভাগীয় ইফতার মাহফিল করেছে যুবদল বরিশাল বিভাগ।
আজ ৩১ মার্চ বরিশাল সরকারী জিলা স্কুলে এই বিভাগীয় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইস,এম,আসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কাইপিতে অংশ নিয়েছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহা-সচিব এ্যাড,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরীন, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব,আকন কদ্দুসুর রহমান ,নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান,মেজবাহ উদ্দিন ফরহাদ,ইন্জিনিয়র আবদুস সোবাহান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিশেষ বক্তা ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন,সহ- সভাপতি নুরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি জাকির হোসেন নান্নু ,দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল ,মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, মহানগর যুবদলের সভাপতি আখতারুজ্জামান শামীম ,মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাডঃ মাজাহারুল ইসলাম জাহান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল বিভাগের মহানগর সকল জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে আলোচনায় বক্তারা বলেন, দেশ আজ বর্গির কবলে পড়েছে। সরকারী দলের নেতারা সিন্ডিকেটের মাধ্যমে ও কারসাজি করে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির খেলায় মেতেছ। রমজান মাসেও বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।দেশের মানুষ আজ সরকারের উপর অতিষ্ট হয়ে গেছে।
দল মত নির্বিশেষে গনতন্ত্রকামী দেশের সকল রাজনৈতিক দল ও শ্রেনী পেশার মানুষ এই সরকরারকে হটাতে ভোটের ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সাথে রাজপথে নেমে আন্দোলনে নেমেছে। এই ফ্যাসিবাদী সরকারকে হটাতে আগামী দিনে আন্দোলনের মাধ্যমে আর একটি গণঅভ্যুথ্যানের মাধ্যদিয়ে সরকারকে বিদায় জানাবে। সরকার দেশের স্বার্থ বিলীন করে চুক্তি করেছে। আর ক্ষমতায় টিকে থাকতে প্রতিবেশী দেশের কাছে ধর্না ধরছে।
বক্তারা বলেন, দেশে নিরব দূর্ভিক্ষ চলছে। ক্ষুদার্ত মানুষ আজ সাংবাদিকদের কাছে তার ক্ষুদা ও দারিদ্রতার কথা বলছে। আর সাংবাদিকেরা সেই কথা প্রকাশ করায় তাদের কালো আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।
বক্তারা বলেন, এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়।বিএনপি ১০ দফা দাবিতে আন্দোলন করছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটে আগামী দিনে সরকার গঠন হবে। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানায়।