More

    বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় মহানগর কৃষক দলের আহ্বায়ক নিহত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বরিশাল মহানগর কৃষক দলের আহ্বায়ক জিয়াউল আহসান শামীম (৫২)। বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মো. হেলাল উদ্দিন।

    নিহত শামীম নগরের ৩০ নম্বর ওয়ার্ডের চৌমাথা এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে। তিনি দুই সন্তানের বাবা।

    প্রত্যক্ষদর্শী সৌদিয়া পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক ইমাম হোসেন জানান, শামীম মোটরসাইকেলে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তিনি সড়কের বাম পাশে ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী মোটরসাইকেল উল্টোদিকে আসলে শামীমের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছার কিছুক্ষণ পর শামীম মারা যান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় র‍্যাবের সোর্স রাসেল মোল্লাকে মামলার আসামি করার অভিযোগে সংবাদ সম্মেলন

    আগৈলঝাড়া  প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের সোর্স রাসেল মোল্লাকে মামলার আসামি করে হয়রানী করার অভিযোগে তার মা ফজিলা বেগম সংবাদ...