More

    বরিশাল সিটি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কার্যালয় উদ্ভোধন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল সিটি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে। গতকাল শুক্রবার ১৪ দলের সমন্বয়ক প্রবীন রাজনীতিবীদ আমির হোসেন আমু এ কার্যালয়ের উদ্ভোধন করেন। এ সময় আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামিমসহ জেলা ও মহনগর আওয়ামীলীগের দুজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

    তবে সাদিক আব্দুল্লাহ এবং তার সমর্থকরা উপস্থিত ছিলেণ না। বরিশাল সার্কিট হাউসের বিপরিত দিকে খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কার্যালয়টি ৫ বছর আগে সাবেক মেয়র শওকত হোসেন হিরনের নির্বাচনী কার্যালয় ছিল। আওয়ামীলীগের কার্যালয় সোহেল চত্ত্বর থেকে কার্যালয়টি ৫০০ গজের মধ্যে। বিকাল ৪টা থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে ছোটবড় মিছিল নিয়ে নেতাকর্মীরা হাজির হতে থাকেন। বিকাল ৫টার মধ্যে কার্যালয়স্থল নেতাকর্মী পরিপূর্ণ হয়ে পড়ে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, খোকন সেরনিয়াবাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের জন্য ইদ উপহার হিসাবে পাঠিয়েছেন। আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে বরিশালবাসী পাল্টা উপহার প্রদান করবে ইনশাআল্লাহ।

    সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক তার বক্তব্যে খোকন সেরনিয়াবাতকে একজন সৎ ও আদর্শবান ব্যক্তিত্ব উল্লেখ করে নির্বাচনে সকলকে ঝাপিয়ে পড়ার আহবান জানান।

    মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে বিসিসির সকল অনিয়ম দূর করবেন। বরিশালকে সত্যিকারের তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলবেন।

    জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে আইনজীবিকে পি’টি’য়ে ও কুপিয়ে জখম

    অনলাইন ডেস্ক:পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এতে আনোয়ারের বাম...