More

    বরিশাল সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ও ইভিএম বাতিল চায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী তাপস

    অবশ্যই পরুন

    খান মনিরুজ্জামানঃ আগামী ১২ জুন বরিশাল সিটি কপোরেশন নির্বাচন অবাদ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য করতে নির্বাচনের দিন সেনাবাহিনী মোতায়েন করে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

    এছাড়াও তিনি ইভিএম বাতিল করে ব্যালটে ভোট গ্রহনের দাবি জানিয়েছে।

    আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় জাতীয়পার্টি বরিশাল জেলা ও মহানগর’,র যৌথ আয়োজনে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, বিগত নির্বাচন গুলোতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হওয়ায় সবার অংশ গ্রহন মুলক নির্বাচন হয়নি এবং ভোটাররা ভোটদিতে পারেনি। যার কারনে বিএনপি সহ অনেক দল নির্বাচনে অংশ গ্রহন না করার সিধান্ত নিয়েছে।

    তাপস বলেন, ইভিএমএ নির্বাচনের ফলাফল প্রভাবিত করার শঙ্কা রয়েছে । প্রযুক্তির কারনে ইভিএম ব্যবহার করে জালিয়াতিও করা যায় বলে তিনি মনে করেন।

    তাই ইভিএম বাতিল করে কাগজের ব্যলটে প্রচলিত পদ্ধতিতে ভোট গ্রহনের দাবি জানান ।

    নির্বাচনের দিন ব্যালট পেপারের মাধ্যমে ভোটারদের সুষ্ঠভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার অঙ্গিকার করতে হবে নির্বাচন কমিশনকে।

    তাপস বলেন, দেশের মানুষ এখনও সেনাবাহিনীর প্রতি গভীর আস্তা রাখে তাই, ভোটারদের ভীতি দুর করতে,ভোট কেন্দ্র দখল,বিশৃঙ্খলা সৃষ্টি এবং সকল প্রকার অরাজক পরিস্থিতি মোকাবেলায় সেনা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করার দাবী জানান।

    সংবাদ সম্মেলনে এসময় জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, মহানগরের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন শপ্রু,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী,জেলা সদস্য সচিব এ্যাড, এম এ জলিল সহ অনান্যো উপস্থিত ছিলেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে আইনজীবিকে পি’টি’য়ে ও কুপিয়ে জখম

    অনলাইন ডেস্ক:পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এতে আনোয়ারের বাম...