More

    আগৈলঝাড়ায় ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে লাশ হলো বোন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
    ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির বাসের চাঁপায় লাশ হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধা মহেরজান বেগম (৬৫)। ঘটনাটি ঘটেছে রোববার রাত পৌনে নয়টার দিকে ঢাকা—বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায়।

    নিহত বৃদ্ধা আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের করম আলী মোল্লার স্ত্রী। নিহত মহেরজান তার বড় ভাই আশোকাঠী গ্রামের বাসিন্দা মোবারক হাওলাদারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

    ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আশোকাঠী হাসপাতালের সামনের মহাসড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিলো বৃদ্ধা মহেরজান। এসময় বরিশালগামী অভি ডিলাক্স (গাড়ি নং— ১৫৫) নামের একটি বেপরোয়া গতির বাস বৃদ্ধাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গৌরনদী ফায়ার সার্ভিসের সাব—অফিসার আখতার উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

      সুৃমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক...