More

    গৌরনদী-আগৈলঝাড়া বিএনপির কমিটি বাতিলের দাবি

    অবশ্যই পরুন

     

    বরিশাল উত্তর জেলা ও গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সাথে সাক্ষাত করেন গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার শীর্ষ স্থানীয় ও তৃনমূল নেতাকর্মীরা। সেখানে উপস্থিত হন বরিশাল -১ আসনের সাবেক সাংসদ ও বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহীর উদ্দিন স্বপন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জহীর স্বপনকে ১/১১র দালাল উল্লেখ করে তার অনুসারি বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের দেয়া কমিটি বাতিলের দাবি জানান। জহীর উদ্দিন স্বপনের বিরুদ্ধে দেয়া অভিযোগের প্রেক্ষিতে তাকে ভাইসচেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও উপস্থিত নেতাকর্মীর বক্তব্য দিতে অনুরোধ করলেও স্বপন সেখানে কোন বক্তব্য রাখেননি। সেখানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল-১ আসন থেকে ২০০৮ সালে বিএনপির মনোনয়প্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, কেন্দ্রীয় সদস্য ও জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের সুপ্রীম কোর্ট শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান দুলাল উপস্থিত ছিলেন।

    বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর গুলশানস্থ বাসভবনে উপস্থিত গৌরনদী-আগৈলঝাড়ার বিএনপির নেতাকর্মীরা জানান, গত ৮ মার্চ বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ শহীদুল্লাহ দেওয়ান ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও গৌরনদী পৌরসভার আহবায়ক কমিটি ঘোষনা করেন। কমিটি ঘোষনার পর বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ শহীদুল্লাহ দেওয়ান ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে অর্থ বানিজ্য, মূল বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদী, জাতীয় পার্টির সাবেক নেতা ও এলাকায় অনুপুস্থিত জহীর উদ্দিন স্বপনের অনুসারিদের অর্ন্তরভূক্ত করার অভিযোগ আনেন। এমন কি কমিটি বাতিলের দাবিতে বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ শহীদুল্লাহ দেওয়ান ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে ঝাড়– মিছিল ও তাদের কুশ পুত্তলিকা দাহ করা হয়। এক পর্যায়ে বিএনপির হাই কমান্ডের নির্দেশে বিষয়টি তদন্তে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহা-সচিব সাবেক ছাত্র নেতা হাবিবুন নবী খান সোহেলকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য জানান, ইতোমধ্যে তদন্ত কমিটি তদন্ত কাজ শেষ করে গত ১৫ এপ্রিল তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। বরিশাল উত্তর জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছেন এবং উত্তর কমিটি বাতিল ও গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও গৌরনদী পৌরসভার আহবায়ক কমিটি পূর্ন গঠনের সুপারিশ করেছেন বলেও তিনি জানান।

    গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় ও তৃনমূল নেতাকর্মীর মধ্য থেকে প্রায় ৪০ জন বক্তব্য রাখেন। বক্তারা প্রত্যেকেই জহীর উদ্দিন স্বপনকে ১/১১র দালাল ও বিএনপির বিরুদ্ধে ষরযন্ত্রকারী আখ্যা দিয়ে গৌরনদীর কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির তিন নেতার নেতৃত্বে স্বপনকে প্রতিহত করার ঘোষনা দেন। ও তার জাপামার্কা উপজেলা ও পৌরসভা কমিটি বাতিলের দাবি জানান। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বক্তব্যে বলেন, ১/১১র কুশীলব জহীর উদ্দিন স্বপনের নির্দেশ তার অনুসারি বরিশাল উত্তর জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল মূল বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে যে কমিটি ঘোষনা করেছে তা বাতিল করার কোন বিকল্প নাই। ইঞিনিয়ার আব্দুস সোবাহান বলেন, জহীর স্বপনের ষরযন্ত্রের কারনেই ১৯৯৬ ও ২০০ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী পরাজিত হয়েছে। সে সব সময় বিএনপির বিরুদ্ধে ষরযন্ত্রে লিপ্ত থাকেন। কেন্দ্রীয় সদস্য ও জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের সুপ্রীম কোর্ট শাখা

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পাথরঘাটায় হত্যাচেষ্টা ও বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার

    বরগুনার পাথরঘাটা উপজেলায় আলোচিত হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি সুমন শীলকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর)...