আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এসময় পুলিশের টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সালাউদ্দিন মুন্সীর নির্মানাধীন বিল্ডিং’র ভিতরে পুলিশের এসআই মিল্টন মন্ডলের নেতৃত্বে ৮ মে সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের টের পেয়ে আসামীরা পালিয়ে গেলেও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
এঘটনায় এসআই মিল্টন মন্ডল বাদী ৮ মে রাতে থানায় পূর্ব সুজনকাঠী গ্রামের জালাল মুন্সীর ছেলে মাদক ব্যবসায়ী সোহান মুন্সী (২৫), আলী ফকিরের ছেলে আমির ফকির (৩৫) ও মাজেদ সরদারের ছেলে ইমান আলী সরদার (৩০) এর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-১।
থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম আরও জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।