More

    আগৈলঝাড়াগামী বাসে অজ্ঞানপার্টির খপ্পড়ে ২ ব্যবসায়ী, ১ জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসায়ী কাজ শেষে বাড়ি ফেরার পথে লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ী মৃত্যুবরন করেছে। এসময় অপর ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার গৈলা গ্রামের মৃত রাম সমদ্দারের ছেলে গৈলা বাজারের মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দার (৫২) বরিশালের মাছের আড়ৎ থেকে এক লক্ষ ষাট হাজার টাকার ইলিশ মাছ কিনে পয়সারহাটগামী লোকাল বাসে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। এসময় পূর্ব সুজনকাঠি গ্রামের মৃত আব্দুল রশিদ এর ছেলে গৈলা বাজারের সুপারি ব্যবসায়ী সৈয়দ সরোয়ার হোসেন (৪৫) মাহিলাড়া হাট থেকে সুপারি কিনে পয়সারহাটগামী লোকাল বাসের একই গাড়িতে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। অজ্ঞান পার্টির লোকজন এসময় লোকাল বাসে তাদের দুইজনকে চেতনা নাশক স্প্রে দিয়ে সর্বস্ব লুটে নেয়। পরে লোকাল বাসটি গৈলা রথখোলা বাসষ্ট্যান্ডে পৌছালে মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দার গাড়ি থেকে নামার সাথে সাথেই অজ্ঞান হয়ে পরে। এসময় স্থানীয়রা ওই দুই ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কিন্তু মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দারের শারীরিক অবস্থার অবনতি এবং জ্ঞান ফিরে না আসায় কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে। পরে সুনীল সমদ্দারকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই রোগীর একজনকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। আর অপর রোগীরও জ্ঞান ফিরে না আসায় ওই রাতেই তাকেও উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।
    স্থানীয় ইউপি সদস্য তালুকদার মো. মনিরুজ্জামান জানান, মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দারের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। আর এদিকে পিতার মৃত্যুর পরও তার ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী উজ্জল সমদ্দার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ধর্ম পরীক্ষায় অংশগ্রহন করে। বৃহস্পতিবার সুনীল সমদ্দারের লাশ ময়না তদন্ত শেষে তার নিজ বাড়ি গৈলা গ্রামে অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
    এরিপোর্ট লেখা পর্যন্ত অপর ব্যবসায়ী বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি সৈয়দ সরোয়ার হোসেন এর ভাই আতিয়ার হোসেন জানান, আমার ভাই এখনও চিকিৎসাধীন থাকা অবস্থায় তার জ্ঞান ফিরেনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গৌরনদীতে মাহিলাড়া ইউনিয়নে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া ছাত্র সমাজ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে...