আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। এসময় হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে প্রশিক্ষন হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা. মিলন রায়, সিনিয়র নার্স বিভা হালদার, মৃদুলা সরকার, রিংকু হালদার, মনিকা হালদার, বিথিকা হালদার, মমতা হালদার, নিপা বৈরাগী, ইতি বৈরাগী, প্রিয়ংকা রায়, মমতা মন্ডল, আয়শা আক্তারসহ প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।