More

    আগৈলঝাড়ায় পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরনে গুরুতর আহত এক কিশোর 

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
    বরিশালের আগৈলঝাড়ায় পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরনে এক কিশোর গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের আলম গোমস্তার ছেলে ও নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র রাতুল গোমস্তা (১২) গতকাল রোববার দুপুরে নিজ বাড়ির আঙ্গীনায় বসে পটকা তৈরি করছিল। এক পর্যায়ে বারুদের বিস্ফোরনে কিশোর রাতুলের বাম হাতের কজ্বি ও
    আঙ্গুলের বিভিন্ন স্থানে ক্ষত—বিক্ষত হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কিশোর রাতুলকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

    এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, বিষয়টি তারা শুনেছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গৌরনদীতে মাহিলাড়া ইউনিয়নে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া ছাত্র সমাজ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে...