আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরনে এক কিশোর গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের আলম গোমস্তার ছেলে ও নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র রাতুল গোমস্তা (১২) গতকাল রোববার দুপুরে নিজ বাড়ির আঙ্গীনায় বসে পটকা তৈরি করছিল। এক পর্যায়ে বারুদের বিস্ফোরনে কিশোর রাতুলের বাম হাতের কজ্বি ও
আঙ্গুলের বিভিন্ন স্থানে ক্ষত—বিক্ষত হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কিশোর রাতুলকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, বিষয়টি তারা শুনেছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।