আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ“সংঘাত নয়, এসো ঐক্যের বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিএফজির কো-অডিনেটর জেমস রিপন বাড়ৈর সভাপতিত্বে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহাবুবা নার্গিস নীলা, চন্দ্র শেখর সোম, কবি ও লেখক মহাদেব বসু, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সিসিলিয়া পারুল মন্ডল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক মাহাবুবুল ইসলাম, এস এম শামীম, নারী নেত্রী সুমা কর, নিবেদিতা হালদার, পবিত্র রানী রায়, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কো-অডিনেটর মেহেদী হাসান তানভীর, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম লিটন, পিএফজি’র সদস্য হরে কৃষ্ণ রায় পলাশ, প্রদীপ বাড়ৈ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, নানা শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহন করেন।
সভায় বক্তরা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করতে হবে। সমাজে সম্প্রীতি বজায় রাখার জন্য মৌলিক বিষয়গুলোতে রাজনৈতিক দলসমূহের মধ্যে ঐকমত্য থাকা জরুরী। তাই সংঘাত নয়, ঐক্যের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে।
বৈঠকে বক্তারা আরও বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও সহিষ্ণুতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা রাজনৈতিক দলের মধ্যকার নূন্যতম ঐকমত্যের ক্ষেত্র। এছাড়া পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও সহিষ্ণুতা রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে মতবিনিময়ের দ্বার খুলে রাখে এবং আলাপ-আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনা সৃষ্টি করে। একটি সমাজে ক্ষমতার একাধিক পরস্পর বিরোধী প্রভাব বলয়ের উপস্থিতি ও আচরণ অনেক ক্ষেত্রেই শান্তিভঙ্গ তথা সম্প্রীতি বিনষ্টের কারণ হিসেবে দেখা দেয়। সম্ভবত এটিই দ্বন্ধ-সংঘাতের সবচেয়ে বড় কারণ। তাই সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই।