More

    আগৈলঝাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রেজার জব্দ করা হয়।

    আদালতের পেশকার সিদ্দিকুর রহমান জানান, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য হানিফ সরদারের বাড়ির পাশের পুকুর থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই শ্রমিক আস্কর গ্রামের কালিপদ হালদারের ছেলে অসিম হালদার (৩৫) ও রাজাপুর গ্রামের রবি হালদারের ছেলে শিমুল হালদারকে (৩০) সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।

    এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজারসহ দুই শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উভয়কে কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গৌরনদীতে মাহিলাড়া ইউনিয়নে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া ছাত্র সমাজ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে...