আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষককে বরিশাল আদালতে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ওসিসিতে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শেখ মো. কাওছারের ছেলে রিফাত শেখ (২০) প্রতিবেশীর পঞ্চম শ্রেনী পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী মেয়েকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। শিশু শিক্ষার্থী রিফাতের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন গত ১০ মে বখাটে রিফাত ওই শিশু ছাত্রীকে একটি স্বর্নের চেইন দেয়ার প্রলোভন দেখিয়ে স্কুল বিরতীর সময়ে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলার সময় শিশুটিকে মাঠ থেকে ডেকে নিয়ে যায়। রিফাত ওই শিশুকে ডেকে জনৈক মোস্তফা মিয়ার পাট ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে।
ধর্ষক রিফাত ঘটনা কাউকে জানালে আরও বড় ধরনের ক্ষতির হুমকি দিলে ভয়ে ধর্ষিতা শিশু ঘটনা পরিবারের কাউকে জানায়নি। এক পর্যায়ে মামলার ২নং স্বাক্ষীর মাধ্যমে ধর্ষিতা শিশুর বাবা ১৪ মে ঘটনা জানতে পারেন। ধর্ষণের ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে ধর্ষক রিফাতকে আসামী করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই ধর্ষক রিফাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ধর্ষক রিফাতকে গতকাল বুধবার দুপুরে বরিশাল আদালতে ও ধর্ষিতা শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে প্রেরন করা হয়েছে।