More

    আগৈলঝাড়ায় এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন উম্মে ইমামা বানিন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন উম্মে ইমামা বানিন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহন করেন তিনি। এসময় ইউএনও সাখাওয়াত হোসেন ও উপজেলা ভূমি অফিসের কর্মরত কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। ৩৭ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে ব্রাক্ষ্মনবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেছেন।

    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানান, গতকাল বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। এব্যাপারে ইউএনও সাখাওয়াত হোসেন জানান, দীর্ঘ আট মাস সহকারী কমিশনার (ভূমি) না থাকায় আমাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে।

    এই আট মাস আমি চেষ্টা করেছি মানুষের যাতে ভোগান্তি না হয়। ভূমি অফিসে মানুষের যে সময়ের মধ্যে যে সেবা পাওয়ার কথা সেই সময়ের মধ্যেই তা দেয়ার চেষ্টা করেছি। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত রাখার জন্য প্রতিনিয়ত তহশিল অফিস পরিদর্শন করেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

      সুৃমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক...